আমরা না, এবার তোমরা জেলে যাওয়ার প্রস্তুতি নাও
ঢাকা, ২৪ সেপ্টেম্বর – পাকিস্তান আমলের চেয়েও বর্তমান সরকারের সময়ে জনগণ বেশি নির্যাতনের স্বীকার হয়েছেন বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমারা জেলে যাব না। এবার তোমরা জেলে যাওয়ার প্রস্তুতি নাও। যারা নারী-শিশু ধর্ষণকারী, লুটপাট বিদেশে টাকা পাচার করেছেন, তারা তো বিদেশে যেতে পারবেন না, ভিসা তো কেউ দিবে না।’
আজ রবিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এক কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যতই মিথ্যা ভিত্তিহীন মামলায় খালেদা জিয়া আটকে রাখা হোক, আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে না দেওয়া হোক, আমাদেরকে কারাগারে আটকে রাখা হোক-এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এখন আমাদের আন্দোলন ডু অর ডাই। আমাদের গণতন্ত্র পুণউদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মরতে হয় মরব। এছাড়া দেশকে রক্ষা করা যাবে না ও দেশের অর্থনীতি টিকেও রাখা যাবে না। কৃষক শ্রমিক বাঁচবে না, দেশের মানুষকে না খেয়ে মরতে হবে। লড়াই লড়াই লড়াই চাই, এর মাঝে কোনো কিছু থাকবে না।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা হিংসা করেন। কারণ, খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনি বিদেশে টাকা পাচার করেননি, গুম-খুন করেননি, তিনি কোনো অপরাধ করেননি।’
ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, ওলামা দলের শাহ নেছারুল হক, তাঁতি দলের আবুল কালাম আজাদ,মৎস্যজীবী দলের আব্দুর রহিম, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্র দলের রাশেদ ইকবাল খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক লুতফুর রহমানসহ আরও অনেকে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩