বলিউড

১০ দিন ধরে শয্যাশায়ী জিনাত আমান

মুম্বাই, ২৪ সেপ্টেম্বর – গুরুতর অসুস্থ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান। গত ১০ দিন ধরে শয্যাশায়ী তিনি। অভিনেত্রীর অসুস্থতার কথা শুনে ভীষণ চিন্তিত তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জিনাত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফটোশুটের ছবি দিয়ে অসুস্থতার কথা জানান তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, গত ১০ দিন ধরে শয্যাশায়ী। বিছানা থেকে উঠতেই পারছেন না। এ দিকে সামনের পুরো সপ্তাহজুড়ে কাজের শিডিউল রয়েছে তার।

ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত এই জিনাত। মূলত সে কারণেই শয্যাশায়ী হয়ে পড়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

সত্তরের দশকে বলিউডের লাস্যময়ী নায়িকা জিনাত আমান। সে সময় সাহসী সব চরিত্র এবং সাহসী পোশাকে পর্দায় নিজেকে মেলে ধরতেন তিনি, যা চমকে দেয় বর্তমান প্রজন্মের নায়িকাদেরও।

ব্যক্তিগত জীবনে একাধিক উত্থান-পতন সামলেও ৭০ বছর বয়সে এসেও নতুন করে পুরনো কর্মজীবনে ফিরেছেন এই অভিনেত্রী। এই বয়সেও যেন রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা। শুধু তাই নয়, ফের কাজে মনযোগী হয়ে পরিশ্রমও করছেন।

১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছিল জিনাতের। এর পর ‘ইয়াদো কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’র মতো সিনেমায় রীতিমতো ঝড় তুলেছিলেন এই নায়িকা। তার শরীরী আবেদনে ব্যাপক মুগ্ধ হয়েছিলেন সে কালের সিনেমাপ্রেমীরা। তবে এতে উপেক্ষিত হয়েছিল তার অভিনয় প্রতিভা, এমনটাই দাবি ছিল জিনাতের।

প্রসঙ্গত, শিগগিরই নির্মাতা ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত। এ সিনেমায় তিনি ছাড়া আরও রয়েছেন অভয় দেওল ও শাবানা আজমি।

আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩

Back to top button