জাতীয়

মার্কিন ভিসানীতির আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো

নাটোর, ২৩ সেপ্টেম্বর – ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানন মেনন বলেছেন, বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন ভিসানীতি প্রয়োগের আসল লক্ষ্য নির্বাচন বানচাল করা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নাটোরের লালপুরে কড়ইতলায় আখচাষি নেতা আব্দুস সালামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে। বিএনপি-জামায়াত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। এজন্য বিদেশিরা নির্বাচন অনুষ্ঠানের জন্য নয়, তা বানচাল করতে আগেভাগেই ভিসানীতি প্রয়োগ করেছে। এর আগেও তারা র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

রাশেদ খান মেনন বলেন, এ ভিসানীতি প্রয়োগ— ঝিকে মেরে বউকে দেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দোপ্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। কিন্তু এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি। এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এবার কারও হুকুম-জারিতে নয়, দেশের জনগণই শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

মেনন আরও বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আখচাষিদের প্রাণের নেতা, শ্রমজীবী মানুষের নেতা। আখচাষিদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। আখচাষিদের আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে। চিনিকল আধুনিকীকরণ ও বহুমুখীকরণের মাধ্যমে চিনি উৎপাদন করলে সব চিনিকলও কেরু এন্ড কোং এর মতো লাভজনক হবে।

উত্তরাঞ্চল চিনিকল আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, জাতীয় কৃষক সমিতির জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, উত্তরাঞ্চল আখচাষি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার, শ্রমিক নেতা আবদুর রব, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলের সামনে আব্দুস সালামকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। এই হত্যাকাণ্ডের বিচার এখনও সম্পন্ন হয়নি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩

Back to top button