দক্ষিণ এশিয়া

মোদীর মাস্টারস্ট্রোকে বিজেপি লাভবান হতে পারে ১৫০-এর বেশি আসনে, কিন্তু কীভাবে

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর – মহিলা সংরক্ষণ বিল (নারী শক্তি বন্দন বিল) লোকসভায় ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। এখন বাস্তবায়ন কবে হবে, সেটাই বড় প্রশ্ন। আইন লাগু হওয়ার পরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। আগামী বছরের লোকসভা এবং তার আগে এই বছরের শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এটিকে প্রধানমন্ত্রী মোদীর মাস্টার স্ট্রোক বলা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞজের একাংশ বলছেন, এই আইন চালুর পরে ২০২৪-এর লোকসভা নির্বাচনে মহিলাদের মধ্যে বিজেপির অবস্থান আরও শক্তিশালী হবে। রাজনৈতিক গেম চেঞ্জার হিসেবেও এটি প্রমাণিত হতে পারে। একবার দেখে নেওয়া যাক, কীভাবে কচি আসনে এর প্রভাব পড়তে পারে।

উল্লেখ করা যেতে পারে ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে মহিলা সংরক্ষণের অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল। এই আইন ১৫০টির বেশি লোকসভা আসনের সমীকরণ বদলে দিতে পারে। এই আসনগুলিতে পুরুষদের থেকে মহিলারা বেশি ভোট দিয়েছিলেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ পর্যন্ত ভোটারের সংখ্যা ছিল ৯১ কোটি। যাঁদের মধ্যে প্রায় ৪৪ কোটি মহিলা। মহিলা ভোটাররা পুরুষ ভোটারদের থেকে বেশি ভোট দিয়েছেন। শতাংশের নিরিখে ৬৭.০১ শতাংশ পুরুষ ভোটারের তুলনায় ৬৭.১৮ শতাংশ মহিলা ভোটার ভোট দিয়েছেন। অর্থাৎ সেখানে এগিয়ে মহিলা ভোটাররা।

তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও গোয়ায় পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোট দিয়েছেন। তামিলনাড়ু ও কেরল ছাড়া বিজেপি ২০১৯-এর নির্বাচনে বাকি রাজ্যগুলি থেকে বেশি আসন পেয়েছিল। তাই বলা হয়, এই জয়ের কৃতিত্ব মহিলা ভোটারদের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিএসডিএসের তথ্য অনুসারে বিজেপি ২০১৯-এ মোট ভোটের ৩৭ শতাংশ পেয়েছে। এর মধ্যে ৩৬ শতাংশের বেশি মহিলা ভোটার। তুলনায় কংগ্রেস ২০১৯-এ পেয়েছিল ৫২ টি আসন। তারা ২০ শতাংশ মহিলার সমর্থন পেয়েছে। সেই তুলনায় তৃণমূল কংগ্রেস, বিজু জনতাদল, বহুজন সমাজ পার্টি এবং জনতা দল ইউনাইডেট ৪৪ শতাংশ মহিলা ভোট পেয়েছে।

২০১৪-তে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির সরকার আসার পর থেকে কেন্দ্রীয় সরকারের তরফে বেটি বাঁচাও বেটি পড়াও, ৯.৬ কোটি মহিলার জন্য উজ্জ্বলা যোজনা, ২৭ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা, মহিলা উদ্যোক্তাদের জন্য মুদ্রা ঋণ দেওয়ার মতো অনেক ইতিবাচক উদ্যোগও প্রভাব ফেলেছে মহিলা ভোটারদের মধ্যে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩

Back to top button