গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর, ২২ সেপ্টেম্বর – গাজীপু‌রের টঙ্গী‌র একটি ডোবা থেকে মনসুরা আক্তার (২৭) না‌মে এক গা‌নের শি‌ক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সা‌ড়ে ১২টার দিকে নগরীর প‌শ্চিম হাজী আরব আলী রো‌ডের এক‌টি ডোবা থে‌কে লাশটি উদ্ধার হয়।

মারা যাওয়া মনসুরা গাজীপুর সদর থানার পিরুজআলী এলাকার মৃত জাহাঙ্গীর মিয়াজীর মে‌য়ে। তিনি গাজীপুরা সাতাইশ এলাকার এক‌টি পোশাক কারখানায় চাকরি ক‌রতেন। পাশাপা‌শি নিজের গড়ে তোলা গা‌নের একা‌ডে‌মি‌তে শিক্ষকতা কর‌তেন।

মনসুরার ছোট বোন সায়মা আক্তার জানান, মনসুরা বি‌য়ের‌ আ‌গে চন্দ্র শেখর মন্ড‌লের গীতাঞ্জলী একাডি‌মি‌তে গান শিখ‌তেন। ৫ বছর আ‌গে চন্দ্র শেখর মন্ডল‌কে বি‌য়ে ক‌রেন তিনি। চন্দ্র শেখর মন্ড‌লের আ‌গে এক‌টি সংসার ছি‌ল। ওই সংসা‌রে নিলয় নামে এক ছে‌লে ও এক মে‌য়ে রয়েছেন। এক বছর আ‌গে চন্দ্র শেখর মন্ডল মারা যান। এরপর থে‌কে মনসুরা ও তার সৎ ছে‌লে নিলয় মি‌লে জিত মিউ‌জিক একা‌ডে‌মি প্রতিষ্ঠা ক‌রেন। মনসুরা তার সৎ ছে‌লে নিল‌য়ের বাসায় খাওয়া দাওয়া কর‌তেন। রা‌তে গাজীপুর এলাকার এক‌টি বাসায় থাক‌তেন। গতকাল বৃহস্পতিবার নিল‌য়ের বাসায় রা‌তের খাবার শেষে বাসায় যাওয়ার জন্য বের হন মনসুরা। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

আজ দুপু‌রে গাজীপুর প‌শ্চিম পাড়া হাজী আরব আলী রো‌ডের একটি ডোবায় লাশ প‌রে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেন এলাকাবাসী। প‌রে পু‌লিশ ও আমরা পর‌নের পোশাক দে‌খে মনসুরার লাশ শনাক্ত করি।

টঙ্গী‌ প‌শ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শাহ আলম জানান, মনসুরা নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৩

Back to top button