উত্তর আমেরিকা

ট্রাম্পের হাত থেকে গণতন্ত্রকে রক্ষায় ভোটে লড়ব

ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর – ‘ম্যাগা চরমপন্থীদের’ প্রতি নিন্দা জানিয়ে রিপাবলিকান মঞ্চগুলোকে আমেরিকার স্বাধীনতার প্রতি হুমকি বলে বর্ণনা ৮০ বছর বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্র ধ্বংস করতে চান, এ কারণে আবারও পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছেন তিনি।

সোমবার নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। যদিও তার বয়স ইস্যুটি হরহামেশাই আলোচনার বিষয় হয়ে ওঠে।জো বাইডেনের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি। বাইডেন সাধারণত বয়স নিয়ে কোনো কথা বলেন না।

তবে তার বয়স নিয়ে আলোচনার বিষয়টি সম্পর্কে তিনি জানেন বলেও উল্লেখ করে জো বাইডেন বলেন, ইউক্রেন ও কোভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা সহায়ক হয়েছে। আসুন আমরা কাজটা শেষ করি। আমি জানি, আমরা পারব।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা দিয়ে বাইডেন আরও বলেন, আমি যখন চার বছর আগে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা আমেরিকার আত্মার জন্য লড়াই করছি। সে লড়াই এখনো চলছে।

বাইডেন বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।

স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না এবং ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে ডেমোক্র্যাট এই নেতা বলেন, তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) স্লোগানটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই।

প্রসঙ্গত, বিগত ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলেন এবং আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে যদি ট্রাম্প আবার রিপাবলিকান প্রার্থী হন, তাহলে এ দুজনকে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হতে দেখা যাবে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচনে লড়বেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩

Back to top button