সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ আরো ২ জনের মৃত্যু
সিলেট, ১৮ সেপ্টেম্বর – সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪০)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিরতি ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন।
আফতাব আহমদ লিটন জানান, দগ্ধদের মধ্যে তারেক রোববার দিবাগত রাতে মারা যান। সোমবার সকালে মারা যান বাদল দাস। আগুনে দগ্ধ তারেক ও বাদল দাসের দেহের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট নগরের পূর্ব মিরাবাজার বিরতি সিএনজি ফিলিং স্টেশনের জেনারেটর কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ম্যানেজারসহ ৭ জন সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন এবং বাকী দুই জন পথচারী ছিলেন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। ঢাকায় পাঠানোদের মধ্যে বেশিরভাগের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২৩