ট্রেনে চড়ে মাদ্রিদ থেকে বার্সেলোনায় পৌঁছলেন মমতা
কলকাতা, ১৭ সেপ্টেম্বর – রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও ট্রেনের প্রথম শ্রেণিতে উঠলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেশনে পৌঁছে সাফ জানালেন, তিনি প্রথম শ্রেণিতে যাবেন না। আমজনতার সঙ্গেই ট্রেনের দ্বিতীয় শ্রেণিতেই স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে ফুটবলের শহর বার্সেলোনায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। তবে বাণিজ্য প্রতিনিধি ও শিল্পপতিরা ফার্স্ট ক্লাসে করেই বার্সেলোনা পৌঁছান।
রোববার স্থানীয় সময় দুপুরে বার্সেলোনায় পৌঁছলেন মমতা। মাদ্রিদ থেকে সুপারফাস্ট ট্রেনের ফার্স্ট ক্লাসে ওঠার ব্যবস্থা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী রাজি হননি। সাধারণ শ্রেণির কামরাতেই উঠলেন। সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রদূত এবং সফরসঙ্গী শিল্পপতিরা অবশ্য প্রথম শ্রেণিতেই সফর করেন। সন্ধ্যায় বার্সেলোনার প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদেও প্রবাসী ভারতীয় ও বাঙালিদের সঙ্গে মিলিত হয়েছিলেন মমতা।
আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) তার কোনও পূর্বনির্দিষ্ট কর্মসূচি নেই। মঙ্গলবার বার্সেলোনায় শিল্প বৈঠক রয়েছে মমতার। মমতার এই স্পেন ও দুবাই সফরের উদ্দেশ্যই রাজ্যে বিনিয়োগ টানা। সেই সঙ্গে বাংলার ফুটবলের উন্নতি। মাদ্রিদে লা লিগার সঙ্গে রাজ্য সরকারের ‘মউ’ স্বাক্ষরিত হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তাভেজও।
লা লিগার প্রেসিডেন্ট জানিয়েছেন, খুব শীঘ্রই তারা বাংলায় অ্যাকাডেমির কাজ শুরু করবেন। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, লা লিগার ফুটবল অ্যাকাডেমির জন্য যাদবপুর-সন্তাষপুরের কিশোর ভারতী স্টেডিয়াম তুলে দেয়া হবে। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে গিয়ে সেখানকার অবকাঠামো ও বাণিজ্যিকীকরণ পরখ করেছেন মুখ্যমন্ত্রী। লা লিগার সঙ্গে বৈঠক এবং রিয়াল মাদ্রিদ ক্লাবে সফর, দু’টি ক্ষেত্রেই মমতার সঙ্গী ছিলেন সৌরভ।
প্রসঙ্গত, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার পর টানা তিনদিন চলেছে লগ্নি কর্মসূচি। ক্রীড়া থেকে শিল্পক্ষেত্র, ভাষা থেকে শিক্ষা, একাধিক মউ স্বাক্ষর হয়েছে। চেরি অন দ্য টপ-শিল্পসফরে ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় সঙ্গী ছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩