এবারের সংসদ অধিবেশনে যাননি জিএম কাদের
ঢাকা, ১৭ সেপ্টেম্বর – দেশে অবস্থান করলেও একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনে একদিনের জন্যও যোগদান করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। দুই সপ্তাহ ধরে চলা এই অধিবেশনে সংসদের বিরোধী দল জাপার অধিকাংশ সংসদ সদস্য অংশ নেন। দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধদলীয় নেতা বেগম রওশন এরশাদ অধিবেশনে সমাপনী বক্তব্যে আগামী সংসদ নির্বাচনে তার দলের অংশগ্রহণের কথা জানান। এ সময় পাশে ছিলেন না দলের চেয়ারম্যান। এ বিষয়ে জিএম কাদের আমাদের সময়কে বলেন, অধিবেশন আমার ভালো লাগে না।
বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা বলেন, রওশন ম্যাডাম দুই-তিন দিন এসেছিলেন। উনি (জিএম কাদের) এবারের অধিবেশনে আসেননি। না আসার কারণ আমাকে জানাননি। এমনিতেও তিনি আমার সঙ্গে কথা বলেন না। সংসদে এলে কুশল বিনিময় হয় বলে জানান তিনি।
জাতীয় পার্টিতে ক্ষমতার বিরোধ পুরনো। দলের নিয়ন্ত্রণ নিতে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যকার বিরোধ প্রায়ই প্রকাশ্যে আসে। চলতি বছরের শুরুতে সংসদে বিরোধী দলের চিফ হুইপ পদে দলের সাবেক মহাসচিব মসিউর রহমানকে রাখা ও সরানো নিয়ে পাল্টাপাল্টি চলে জাতীয় পার্টিতে। মসিউর রহমানকে সরিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে স্থলাভিষিক্ত করতে স্পিকারকে চিঠি দিয়েছিলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে মসিউরকে স্বপদে বহাল রাখতে পাল্টা চিঠি দিয়েছিলেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এর আগে একবার মসিউরকে সরিয়ে কো-চেয়ারম্যান
কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলের চিফ হুইপ করতে চিঠি পাঠানো হয়েছিল। সেটিও কার্যকর হয়নি।
গত ২০ আগস্ট ভারত সরকারের আমন্ত্রণে তিন দিনের সফরে দিল্লি গিয়েছিলেন জিএম কাদের। সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এবং পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও দলের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা ছিলেন।
এরই মধ্যে ২২ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান পদের দায়িত্বগ্রহণ করার কথা জানান বেগম রওশন এরশাদ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। যদিও পরে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।
পরের দিন দেশে ফিরে বিমানবন্দরে জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন, এই সফরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। কার কার সঙ্গে, কী কী বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে তা বিস্তারিত বলতে পারব না। কারণ আলাপগুলো ওভাবেই হয়েছে। রওশন এরশাদের নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণার বিষয়ে কাদের বলেন, এটা উনি করেননি। ওনাকে দিয়ে এসব করানো হচ্ছে।
এর মধ্যে গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়। শেষ হয় ১৪ সেপ্টেম্বর। সমাপনী বক্তব্যে রওশন এরশাদ বলেছেন, আমরা আশা করি, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। দুই সপ্তাহ ধরে চলা এই অধিবেশনে এক দিনের জন্যও যোগদান করেননি জিএম কাদের।
জানা গেছে, জিএম কাদের দেশে থাকাকালে এর আগের সবগুলো অধিবেশনে অংশগ্রহণ করেছেন। এবার ভারত সফর শেষে দেশে ফিরে তিনি ঢাকায় অবস্থান করেছেন। তার অসুস্থতার কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড পরিদর্শনে গিয়েছিলেন। সেদিন বিকালে সংসদের ২৪তম অধিবেশন সমাপ্ত হয়। তবে এতে অংশ নেননি জিএম কাদের। পরের দিন গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। নির্বাচন সামনে রেখে সরকারের বর্তমান মেয়াদের শেষ সময়ে অধিবেশনে অংশগ্রহণ না করা, রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩