ইউরোপ

ইতালির যুদ্ধবিমান বিধ্বস্ত, ৫ বছরের শিশু নিহত

রোম, ১৭ সেপ্টেম্বর – ইতালির তুরিন শহরে প্রদর্শনীর অনুশীলনে অংশ নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যুদ্ধবিমান। এ ঘটনায় ভূপৃষ্ঠে গাড়ির মধ্যে থাকা ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে এ চিত্র দেখা যায়।

প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, তুরিন বিমানবন্দরের নিকটে ব্যাপক অগ্নিকুণ্ডলী দেখতে পাওয়া যায়। বিধ্বস্তের আগমুহূর্তে পাইলট প্যারাসুট নিয়ে বের হতে সক্ষম হন। তাই, বিমানের ভেতরে থাকা কেউ হতাহত হয়নি।

কিন্তু নিহত শিশুর ৯ বছরের ভাই গুরুতর আহত হয়েছে ও তার বাবা-মায়ের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী ম্যাতো সালভিনি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩

Back to top button