মাদারীপুর

ফুটবল খেলার সময় মাঠে ছটফট করতে করতে মারা গেছেন যুবক

মাদারীপুর, ১৬ সেপ্টেম্বর – মাদারীপুরে ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করে দুলাল সাহা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার নারায়ণ সাহার ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে প্রতিদিনের মতোই শুক্রবার বিকেলে ফুটবল খেলতে যান দুলাল সাহা। ফুটবল লাথি মারার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মাটিতে পড়ে যায় দুলাল। পরেই ঠিক ওই স্থানেই তার মৃত্যু হয়।

দুলাল সাহার বড় ভাই গোপাল সাহা বলেন, এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। এখন আমি একেবারেই নিঃস্ব। আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ রইল না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২৩

Back to top button