সিলেট
সিলেটের সড়কে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী
সিলেট, ১৫ সেপ্টেম্বর – সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কানাইঘাটের সুতারগাঁওয়ের বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩