জাতীয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২১ দশমিক ৭১ বিলিয়ন ডলার

ঢাকা, ১৫ সেপ্টেম্বর – এক সপ্তাহের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে এক দশমিক ৪৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার রাতের সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ওই তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৫ সেপ্টেম্বর ২৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার থাকলেও ১৩ সেপ্টেম্বর তা কমে ২১ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত এক বছর ধরেই ধারাবাহিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। আমদানি নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেয়ার পরও মূলত রেমিট্যান্স প্রবাহে ধীরগতির কারণে রিজার্ভ কমছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩

Back to top button