আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর – আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
নাটোর-৪ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন প্রয়াত আবদুল কুদ্দুসের কন্যা জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী, জেলার সদস্য মো. শাহনেওয়াজ আলী, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, রাজশাহী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এসএম রফিকুল পারভেজ, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য রতন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আরিফুর রহমান, জেলার সদস্য কেএম জাকির হোসেন, জেলার শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এসএম আসাদ-উজ-জামান, জেলার সহ-সভাপতি এ কে এম শাহজাহান কবীর, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলার উপদেষ্টা পরিষদের সদস্য সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সাবেক সদস্য সুব্রত কুমার কুণ্ডু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতিকুর রহমান, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল কাদের।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩