জাতীয়

বিভিন্ন দোকানের ভেতর এখনও আগুন জ্বলছে

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সকাল পৌনে ৮টার দিকেও মার্কেটের বিভিন্ন দোকানে আগুন জ্বলতে দেখা গেছে।

রাত পৌনে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করা একজন স্বেচ্ছাসেবক জানান, ফায়ার সার্ভিসকে কাজ করতে পানির সঙ্কটের মুখোমুখি হতে হয়েছে।

তিন ঘণ্টার আগুনে ইতোমধ্যে পুরো মার্কেট কার্যত ছাই হয়ে গেছে। বলা হচ্ছে, যে পরিমাণ পানি থাকলে এই আগুন নিয়ন্ত্রণে আনা যেত সে পরিমাণ পানি তারা পাননি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে বহু স্বেচ্ছাসেবককে কাজ করতে দেখা গেছে। বেশ কিছু দোকানের ভেতর সকাল পৌনে ৮টাতেও আগুনের ফুলকি দেখা গেছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেন তৃতীয় লিঙ্গের বেশ কজনও মানুষ। তারা মার্কেটের পাশেই থাকেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২৩

Back to top button