জাতীয়

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক হলেন হিরো আলম

ঢাকা, ১২ সেপ্টেম্বর – গত পাঁচ বছর ধরে রাজনীতি আর ভোটের মাঠে একাই লড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন। জানা গেছে, তিনি এই দলে সাংস্কৃতিক সম্পাদকের পদও পেয়েছেন।

মঙ্গলবার সকালে মিনিবাসে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যান হিরো আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।

আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, আমার হাতে ফুল দিয়ে বাংলার নতুন প্রজন্মের সন্তান হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন। তাকে নিয়ে আমরা জাতির পিতার পবিত্র সমাধি সৌধের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে মাজার জিয়ারত করব, নামাজ পড়ব এবং ফুলেল শ্রদ্ধা জানাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করছেন, এটাকে লীগ বলছেন আপনারা। আমরা বলছি, এটি একটি সংগঠন। এই বিষয়টা ক্লিয়ার করছি। প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন।

এর আগে রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তিনি বলেন, রাজনীতি করতে চাইলে অবশ্যই কোনো দলের শেল্টারে থাকতে হবে। আমি নিজের যোগ্যতায় আগে যেতে চাই। তবে প্রার্থিতায় হয়রানির শিকার আর হতে চাই না। যেন আমার গায়ে কেউ হাত দেয়ার আগে একবার চিন্তা করে।

উল্লেখ্য, গত জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা চালানো হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। তবে এ পর্যন্ত কোনোটিতেই জয়ের দেখা পাননি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৩

Back to top button