লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন তারেক রহমান
ঢাকা, ১২ সেপ্টেম্বর – দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, উনি (তারেক) যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-যুক্তরাজ্যের কৌশলগত সংলাপে তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রসচিব।
মাসুদ বিন মোমেন বলেন, আমার জানামতে উনি (তারেক) রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। আমাদের সঙ্গে যুক্তরাজ্যের যে সমস্ত লিগ্যাল মেকানিজমগুলো রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স বা এক্সটাডিশন নিয়ে আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে আলাপ-আলোচনা হয়েছে।
পররাষ্ট্রসচিব বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের (যুক্তরাজ্য বা আমাদের দিক থেকে হতে পারে) যেন সহজে আনা যায় সে বিষয়ে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আমরা আলাপ করছি। আমরা আজকে বেশি আলোচনা করেছি- যুক্তরাজ্যে যারা নিয়মিত যাচ্ছেন, কিন্তু আসছেন না বা ইউরোপের অন্যান্য দেশ থেকে ঢুকে পড়ছেন। সেই ব্যাপারে আলোচনাটা বেশি হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৩