জাতীয়

এক সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ডলার

ঢাকা, ১১ সেপ্টেম্বর – চলতি মাসের প্রথম সপ্তাহে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দৈনিক গড়ে রেমিট্যান্স আসছে ৫ কোটি ২৭ লাখ ডলার।

এ মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ১০ হাজার ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে আসে ১৭ লাখ ৬০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৯ কোটি ডলার।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২৩

Back to top button