বাংলাদেশ

সংসদে মাইকবিভ্রাট, প্রায় ২ ঘণ্টা অধিবেশন বন্ধ

ঢাকা, ১০ সেপ্টেম্বর – শব্দযন্ত্র বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখার পর পুনরায় শুরু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ৪টা ৪৮ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পরই মাইকে গোলযোগ দেখা দেয়। তখন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ১০ মিনিটের জন্য স্থগিত করেন। মাগরিবের বিরতির পর ৬টা ৪০ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর ওপর সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপনকালে অধিবেশন কক্ষের মাইক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হ্যান্ড মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন। এরপর হ্যান্ডমাইক দিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন।

এরপর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধীদলীয় সদস্য মসিউর রহমান রাঙ্গা স্পিকারের মনোযোগ আকর্ষণ করেন। তিনি বলেন, কিছু শোনা যাচ্ছে না। এসময় বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিকের রিপোর্ট উপস্থাপন শেষে স্পিকার সংসদের উদ্দেশে বলেন, যেহেতু কিছু শোনা যাচ্ছে না, সেহেতু অধিবেশন ১০ মিনিট স্থগিত ঘোষণা করছি। অবশ্য এর আগে তিনি অধিবেশন ৫ মিনিটের জন্য স্থগিত করার ঘোষণা দেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩

Back to top button