পুতিনকে নিয়ে ভারত যে সাহস দেখায়নি তা দেখাল ব্রাজিল
ব্রাসিলিয়া, ১০ সেপ্টেম্বর – ভারতের রাজধানী দিল্লিতে গতকাল শনিবার থেকে জি-২০ সম্মেলন শুরু হয়েছে। সেখানে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছর জি-২০ সম্মেলন ব্রাজিলে হতে যাচ্ছে। এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, আগামী বছর জি-২০ সম্মেলনে পুতিন অংশ নিলে তিনি গ্রেপ্তার হবেন না। খবর আল-জাজিরার।
পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে।
গতকাল শনিবার জি-২০ সম্মেলনের ফাঁকে ফার্স্টপোস্টের সঙ্গে কথা বলেছেন লুলা। সেখানেই তিনি বলেছেন, পুতিনকে আগামী বছরের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
এনিয়ে লুলা আরও বলেছেন, আমার বিশ্বাস পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারবেন। আমি যেটা বলতে পারি আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি তাহলে পুতিনকে গ্রেপ্তার করার কোনো পথ থাকবে না।
চলতি বছরের গত মার্চে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। এরপর থেকে পুতিন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সম্মেলনে দেখা পাওয়া যাচ্ছে না।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩