নিষিদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
লিসবন, ০৯ সেপ্টেম্বর – টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে টানা পঞ্চম জয় পায় রবার্তো মার্টিনেজের দল।
তেহেলনে পোল স্টেডিয়ামে ব্রুনো ফার্নান্দেজের গোলে ১-০ গোলের জয় পায় পর্তুগিজরা। দলের জয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে বুট দিয়ে আঘাত করে নিষিদ্ধ হলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ অসাধারণ এক গোল করেন। এই ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। তবে গোল না পাওয়ার দিনে রোনালদো দলের অস্বস্তি বাড়িয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে বুট দিয়ে আঘাত করে। ম্যাচের ৬২ মিনিট মুখে বুট আঘাত করে হলুদ কার্ড দেখেন তিনি।
এই ম্যাচে ডান প্রান্ত দিয়ে আসা বলটি সুবিধাজনক জায়গাতেই পেয়েছিলেন আল নাসর তারকা। কিন্তু প্রথম শটে বলে পায়ে সংযোগ ভাল হয়নি। এরপর স্লাইড করতে গিয়ে সরাসরি গোলরক্ষকের মুখে আঘাত করেন তিনি।
দাবি উঠেছিল লাল কার্ডের। তবে হলুদ কার্ডেই থেমেছে রোনালদোর শাস্তি। ফলে আগামী মঙ্গলবার প্রিয় প্রতিপক্ষ লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩