বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চাঁদপুর, ০৮ সেপ্টেম্বর – চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়কুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বড়কুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তম বর্মণ (৬২) ও রাণী বর্মণ (৫৫)।
স্থানীয়রা জানান, সকালে ফুল তুলতে গিয়ে এক প্রতিবেশী দেখেন তারা ওঠেননি। অনেক ডাকার পর তাদের সাড়া-শব্দ না পেয়ে দরজা খোলা দেখে বাড়ির অন্যদের খবর দেন। পরে ভেতরে ঢুকে তারা দুজনের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, এলাকায় চোর-ডাকাতির ঘটনা বেড়ে চলছে। চুরির বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে। তারা মূলত ভাড়াবাড়িতে থাকতেন। তাদের হাত পা-বেঁধে বালিশচাপায় শ্বাসরোধ করে হত্যা করা হয়।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩