জাতীয়

কারাবন্দি বিএনপি নেতার হার্ট অ্যাটাক, নেওয়া হলো হাসপাতালে

ঢাকা, ০৮ সেপ্টেম্বর – বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ কারাগারে হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৩ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এর পর ৪ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩

Back to top button