জাতীয়

বিশ্বনেতাদের বিবৃতি খতিয়ে না দেখলে চরম মূল্য দিতে হতে পারে

ঢাকা, ০৭ সেপ্টেম্বর – জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘ড. ইউনূ‌সের মামলা নি‌য়ে আমা‌দের বক্তব্য নেই। বারাক ওবামা, হিলারি ক্লিনটন ও বান কি মুনসহ বিশ্ববরেণ্য ১৭৫ নেতা বিবৃতি দিয়েছেন তাঁর পক্ষে। বিবৃ‌তিদাতা‌দের বিচার-বুদ্ধি, সততা সম্পর্কে সন্দেহ বা কটাক্ষ করা হাস্যকর। তাঁরা ড. ইউনূস‌কে বিচার বিভাগীয় হয়রানির অভিযোগ করে‌ছেন। এ অভিযোগ খতিয়ে দেখতে হবে। না হলে জাতিকে চরম মূল্য দিতে হতে পারে। বিশ্ব সমাজে হেয় প্রতিপন্ন হতে হবে।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দ‌লের বনানী কার্যাল‌য়ে জাতীয় যুব সংহতি সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে এসব কথা ব‌লে‌ন জি এম কা‌দের। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

নির্বাচ‌নের বছ‌রে প্রশাসন ক্যাডা‌রের কর্মকর্তা‌দের পদ ছাড়াই প‌দোন্ন‌তি দেওয়ার সমা‌লোচনা ক‌রে জি এম কা‌দের ব‌লে‌ন, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে প্রচুর পদোন্নতি দিয়েছে সরকার। সরকার একটি শ্রেণিকে সুযোগ-সুবিধা দিতেই পদোন্নতি দেওয়া হচ্ছে। তাদের কোনো কাজ নেই, নিজেদের কাজই করবে তারা। দেশে এমনিতেই অর্থের অভাব, সরকার যে রাজস্ব আদায় করছে, তা যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, এতো পদোন্নতিতে সার্ভিস আরও খারাপ হবে। সরকারের উদ্দেশ্য সৎ নয়, উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জিততে হবে। সরকার পদন্নোতি দিয়ে জনগণের পয়সায় নির্বাচন প্রভাবিত করতে চায়।

জাতীয় পার্টির এ নেতা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন চালু করেছে। প্রশাসনকে ধ্বংস করেছে, অন্য কারো এই প্রশাসন দিয়ে দেশ চালানো কঠিন হবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২৩

Back to top button