জাতীয়

মক্কায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি ফয়সাল

ঢাকা, ০৭ সেপ্টেম্বর – সৌদি আরবের পবিত্র মক্কায় ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগি-তায় তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ ফয়সাল আহমদ। প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশ নেয়।

গতকাল বুধবার রাতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় মসজিদে হারামের নতুন সাহানে (প্রাঙ্গণ)। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন দেশটির ধর্মমন্ত্রী শায়খ আবদুল লতিফ আলে শায়েখ, মসজিদে হারামের প্রধান খতিব শায়ক আস সুদাইস ও মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।

হাফেজ ফয়সাল আহমদ রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছে। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে সে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২৩

Back to top button