জাতীয়

সেতুমন্ত্রীর বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ০৬ সেপ্টেম্বর – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেজো বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ সেপ্টেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, এদিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌস আরার মৃত্যু হয়।

রাজধানীর মেরুল বাড্ডাস্থ প্রয়াতের নিজবাড়িতে বাদ-মাগরিব জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ফেরদৌস আরার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৩

Back to top button