সিলেটে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, দগ্ধদের ঢাকায় প্রেরণ
সিলেট, ০৬ সেপ্টেম্বর – সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরও ১৫-৩০ শতাংশ পুড়ে গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। তবে, পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দগ্ধ প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় গাড়িতে গ্যাস দিতে গিয়ে কমপ্রেসর কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৩