পশ্চিমবঙ্গ

দেশের নাম হঠাৎ বদলাতে হবে কেন? আমরা ‘ভারত’ তো বলিই, নামবদলের জল্পনা নিয়ে প্রশ্ন মমতার

কলকাতা, ০৫ সেপ্টেম্বর – ভারতের নাম বদল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে নাম বদলে ফেলার উদ্যোগ নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রনেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র বদলে ‘দ্য প্রেসিডেন্ট অব ভারত’ লেখা নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি-২০’র লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে?’

তিনি বলেন, ‘ইংরিজিতে বলি ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। এতে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কী হল?’

এখানেই থেমে না থেকে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে। কবে রবী ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলোর নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদল করে দেওয়া হচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।’

আগামী ৯ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি-২০ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে অতিথিদের কাছে। যে আমন্ত্রণপত্র ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভারতের জাতীয় রাজনীতির অন্দরমহলে।

কারণ ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিতভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’। কিন্তু জি-২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার (President of India) পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত (President of Bharat) লিখেছেন তিনি।

দেশের নাম বদলের এই ঘটনায় বিজেপির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রমেশ লিখেছেন, ‘‘তাহলে যেটা শুনেছিলাম, সেটাই সত্যি! আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে জি-২০ নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। অথচ চিরাচরিতভাবে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ লেখাই নিয়ম।’’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩

Back to top button