চট্টগ্রাম

বিকালে ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, সন্ধ্যায় ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম, ০৫ সেপ্টেম্বর – চট্টগ্রামের মিরসরাইয়ে মোহাম্মদ আরিফ হোসেন (২৩) নামের এক ফল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার পূর্ব সাহেরখালী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে ‘ক্ষমা প্রার্থী’ লিখে পোস্ট দেন আরিফ। তিনি সাহেরখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

প্রতিবেশী কাজী সেলিম বলেন, ‘আরিফ দীর্ঘদিন ধরে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারে ফলের ব্যবসা করে আসছেন। ব্যবসা করতে গিয়ে আরিফ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ঋণ নেন। এই ঋণের কারণে আত্মহত্যা করতে পারেন।’

আরিফের আত্মীয় আজাদ বলেন, ‘দুপুরে দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া-ধাওয়া করে আরিফ রুমে ঘুমাতে যান। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকি করি। পরে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।’

‘তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’, বলেন আজাদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, আরিফ কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩

Back to top button