চাঁদপুর

করোনাযোদ্ধা ডা. সুজাউদ্দৌলা রুবেল আর নেই

চাঁদপুর, ০২ সেপ্টেম্বর – চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক ও জেলার ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল (৪৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক সার্জন ও বিএম’র সাধারণ সম্পাদক ডাক্তার মাহমুদুন নবী মাছুম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে পৌনে ৩টার দিকে চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ২৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। সর্বশেষ তিনি ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনাবিষয়ক ফোকাল পারসন ছিলেন। কয়েকমাস আগে তিনি চাঁদপুর মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। তার স্ত্রী ডা. সাজেদা বেগম পলিন বর্তমানে নড়াইল জেলার সিভিল সার্জন হিসাবে কর্মরত। তার একমাত্র ছেলে দশম শ্রেণিতে পড়ে।

স্থানীয়রা জানান, ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও দীর্ঘদিন ধরে সেবা ও আন্তরিকতা দিয়ে তিনি চাঁদপুরের মানুষ হয়ে উঠেছিল। বিশেষ করে করোনাকালীন সময়ে ডা. রুবেল ও তার স্ত্রী সাজেদা বেগম করোনাযোদ্ধা হিসেবে সমধিক পরিচিতি লাভ করেন।

ডা. মাহমুদুন নবী মাছুম জানান, রুবেল শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। পরে একই দিন বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ সেপ্টেম্বর ২০২৩

Back to top button