নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতা-কর্মী আটক
নারায়ণগঞ্জ, ০২ সেপ্টেম্বর – নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি মসজিদে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমিরসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন কেরাব এলাকার দেওয়ান বাড়ি জামে মসজিদ থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের আটক করে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারম বলেন, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ঘটানোর জন্য তাঁরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ মসজিদটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতের জেলা শাখার আমির মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের ১৫ জন নেতা-কর্মী রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, গতকাল এশার নামাজের পর মসজিদে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের জন্য নেতাদের জড়ো হওয়ার সময় পুলিশ মসজিদ থেকে নেতাদের ধরে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ জামায়াতের রুকন পর্যায়ের নেতা।
অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আজ বিকেলে তাদের আদালতে তোলা হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ সেপ্টেম্বর ২০২৩