ইউরোপ

রাশিয়ার ভেতর থেকেই বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে

কিয়েভ, ০১ সেপ্টেম্বর – রাশিয়ার ভেতর থেকেই একটি রুশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বলেছেন, গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাশিয়ার পেস্কভ শহরে চালানোর এই হামলায় দুটি কার্গো প্লেন ধ্বংস এবং আরও দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির।

পেস্কভ বিমানঘাটিতে হামলার ঘটনাটি স্বীকার করেছে রাশিয়া। তবে তাদের দাবি, হামলায় চারটি প্লেন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলাটি ইউক্রেনীয় নাকি রুশ যোদ্ধাদের দিয়ে করানো হয়েছে, তা বলেননি বুদানভ।

কয়েক সপ্তাহ ধরেই রাশিয়ার ভেতরে ইউক্রেনের ড্রোন হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে পেস্কভের হামলাটি কোনো দূরপাল্লার অস্ত্র দিয়ে করা হয়নি, তা ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা প্রধানের বক্তব্যেই স্পষ্ট।

গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনের তৈরি একটি অস্ত্র ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উল্লেখ্য, রাশিয়ার পেস্কভ শহরটিও ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত।

বুদানভ গত বৃহস্পতিবার ওয়ার জোন ওয়েবসাইটকে বলেছেন, আমরা রাশিয়ার ভূখণ্ড থেকে কাজ করছি। তবে কী ধরনের বা কতগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে তা বলেননি তিনি।

হামলায় ক্ষতিগ্রস্ত রুশ উড়োজাহাজগুলো মূলত দূরপাল্লার কার্গো প্লেন। দীর্ঘ দূরত্বে সৈন্য ও সরঞ্জাম পরিবহনের জন্য আদর্শ বলে রাশিয়ার কাছে এগুলো মূল্যবান যুদ্ধ সম্পদ হিসেবে বিবেচিত হয়।

রাশিয়ার ভেতরে হামলার ঘটনাগুলো সম্পর্কে ইউক্রেনীয় কর্মকর্তারা সাধারণত খুব একটা মুখ খোলেন না। তবে এবারের ঘটনায় মনে হচ্ছে, তারা এ বিষয়ে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছেন।

পেস্কভের পরে গত বৃহস্পতিবার-শুক্রবারও রাশিয়ার বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর বাইরে লিউবার্টসি শহরে রকেটের ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় আঘাত হেনেছে ইউক্রেনীয় ড্রোন।

তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছেন, ড্রোনগুলো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটানোর আগেই সেগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ সেপ্টেম্বর ২০২৩

Back to top button