জাতীয়

ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলঙ্কা

ঢাকা, ০১ সেপ্টেম্বর – শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ। সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার।

আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সমকালকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২১ আগস্ট ঋণের প্রথম কিস্তির ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি। এখন শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে দেশটির কাছে পাওনা রইল ৫০ মিলিয়ন ডলার।

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় দেশটিকে ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চার কিস্তিতে এই ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।

সূত্র: সমকাল
আইএ/ ০১ সেপ্টেম্বর ২০২৩

Back to top button