জোহানেসবার্গের বহুতল ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৭৩
প্রিটোরিয়া, ০১ সেপ্টেম্বর – দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের সিবিডি মার্শাল এস্টেটে শতবর্ষী একটি পরিত্যক্ত বহুতল ভবনে বৃহস্পতিবার ভোর রাতে আগুনের ঘটনায় দিনব্যাপী উদ্ধার অভিযান শেষে ১৩ শিশুসহ ৭৫ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
নিহতদের মরদেহ হিলব্রো এবং ডাইপক্লুফ সরকারি মর্গে স্থানান্তর করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ও ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে অধিকাংশই আফ্রিকার মালাউয়ি মুসলিম নাগরিক।
ভবনকে কেন্দ্র করে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দূরদূরান্ত থেকে এসে স্বজনরা জড়ো হচ্ছেন ঘটনাস্থলে। তাদের আহাজারিতে আশপাশের এলাকা ভারী হয়ে উঠেছে
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সিরিল রামাফোসা। নিহতদের পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের সুচিকিৎসা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন মেয়র এবং অ্যাকশনএসএর নেতা হারমান মাশাবা বলেন, জোহানসবার্গ সিবিডিতে যে অগ্নিকাণ্ডে ৭৫ জনের মৃত্যু হয়েছে তা এড়ানো যেত যদি শহরের কর্মকর্তারা পরিত্যক্ত ভবনগুলোর বিষয়টি গুরুত্ব সহকারে নিতেন।
গৌতেং প্রদেশের ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা সলি মসিমঙ্গা বলেন, সিবিডিতে আরও বিল্ডিং রয়েছে যা বাসিন্দাদের জন্য হুমকি। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ সেপ্টেম্বর ২০২৩