ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইডালিয়া
ওয়াশিংটন, ৩১ আগস্ট – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় ইডালিয়া। বুধবার অঙ্গরাজ্যটির বিগ বেন্ড এলাকায় ইডালিয়া আছড়ে পড়ে। মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি বিধ্বংসী বাতাস ও ঝড় নিয়ে আঘাত হানে। অঙ্গরাজ্যটিতে বন্যা দেখা দিয়েছে। অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কায় লাখ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় কিটন বিচ শহরের কাছে স্থানীয় সময় প্রায় ৭টা ৪৫ মিনিটে ইডালিয়া আঘাত হানে। আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১২৫ মাইল। এরপর তা দুর্বল হতে শুরু করে এবং বাতাসের গতিবেগ কমে আসে। জর্জিয়ার দিকে এগোচ্ছে তা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ইডালিয়ার কেন্দ্র দক্ষিণ জর্জিয়ার দিকে এগোচ্ছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৯০ মাইলে রয়েছে এবং তা ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড়ে দুর্বল হয়েছে। ঝড়টি এখন জর্জিয়ার ভালদোস্তা শহরের প্রায় ১৫ মাইল দক্ষিণে রয়েছে। উপসাগরীয় উপকূলে পানি স্তরের উচ্চতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে জলোচ্ছ্বাসের উচ্চতা ১৬ ফুট পর্যন্ত হতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্থানীয় কার্যালয় বলেছে, ইডালিয়া ফ্লোরিডায় আঘাত হানার সময় স্টেইনহ্যাচি শহরে একটি নদীর পানি এক ঘণ্টার ব্যবধানে ১ ফুট থেকে ৮ ফুট বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস স্থানীয় সতর্ক করে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের খোঁজ রাখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। উদ্ধার তৎপরতায় অতিরিক্তি জরুরি পরিষেবার সদস্য নামানো হয়েছে। কর্তৃপক্ষ আগেই ২১টি কাউন্টির লোকজনকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল।
অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তম শহর টাম্পার পুলিশ বলেছে, তারা ইডালিয়ার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং বন্যা পরিস্থিতি মূল্যায়ন করছে। কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের বন্যার পানি দিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন।
পুলিশ বিভাগ সতর্ক করেছে বলছে ঝড় ও উঁচু জোয়ার এখনও আসতে পারে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, বুধবার বিকাল পর্যন্ত ইডালিয়ার ফলে মার্কিন এয়ারলাইন্সগুলোর ৯০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
ফ্লোরিডার হাইওয়ে পেট্রোল জানিয়েছে, টাম্পার উত্তরে পাস্কো কাউন্টিতে একজন চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিলে তার মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত পাওয়া একমাত্র মৃত্যুর ঘটনা।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ৩১ আগস্ট ২০২৩