ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল
ঢাকা, ৩০ আগস্ট – আর্জেন্টিনা থেকে বুধবার ঢাকায় ফিরেছেন জামাল ভূঁইয়া। কিছুটা বিশ্রাম নিয়ে ভ্রমণ ক্লান্তি ঝেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে মাঠের প্রস্তুতি শুরু করবেন বাংলাদেশ অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। আর্জেন্টিনার ক্লাব সোল দে মাইয়োর হয়ে খেলার কারণে ক্যাম্পের শুরুতে সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেননি জামাল। বুধবার তিনি যোগ দিয়েছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান।
‘আর্জেন্টিনা থেকে ফিরে…ভ্রমণ ক্লান্তির কারণে জামাল বিশ্রাম নিয়েছে। পরে ক্যাম্পে যোগ দিয়েছে। আজ যেহেতু আমাদের মাঠের অনুশীলন ছিল না, তাই সেও কোনো অনুশীলন করেনি। কাল থেকে দলের সঙ্গে অনুশীলন করবে জামাল।’
সোল দে মাইয়োতে যোগ দেওয়ার পর আর্জেন্টাইন ক্লাবটির নেতৃত্ব পেয়েছেন জামাল। অভিষেক রাঙিয়েছেন গোল করে দলকে জিতিয়ে। হেরমিনালকে ২-১ গোলে হারানো ম্যাচে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
সোল দে মাইয়োর পরের ম্যাচ ৯ সেপ্টেম্বর। ফলে আফগানিস্তান ম্যাচের জন্য জামালকে ছেড়ে দিয়েছে তারা।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩০ আগস্ট ২০২৩