ইউরোপ

দেশত্যাগের নির্দেশ সত্ত্বেও ফরাসি রাষ্ট্রদূত নাইজারেই থাকবে

প্যারিস, ২৯ আগস্ট – ফ্রান্সের রাষ্ট্রদূতকে নাইজার ত্যাগের নির্দেশ দিয়ে জারি করা আল্টিমেটাম প্রত্যাখান করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি ঘোষণা দিয়ে বলেছেন, দেশ ছেড়ে চলে যাওয়ার চাপ সত্ত্বেও নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পশ্চিম আফ্রিকার এই দেশটিতেই থাকবেন।

একইসঙ্গে নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের প্রতি ফ্রান্সের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন ম্যাকরন।

এর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া নাইজারের সামরিক জান্তা ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ত্যাগে আল্টিমেটাম জারি করে। গত শুক্রবার নাইজার ত্যাগে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল দেশটির সামরিক জান্তা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কূটনীতিকদের সামনে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, দেশত্যাগের নির্দেশ সত্ত্বেও নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পশ্চিম আফ্রিকার দেশটিতেই থাকবেন। একই সঙ্গে তিনি নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এছাড়া সামরিক অভ্যুত্থানের মুখে বাজোমের পদত্যাগ না করার সিদ্ধান্তকে সাহসী বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট ম্যাকরন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি আমাদের নীতি সঠিক। প্রেসিডেন্ট বাজোমের সাহসিকতার ওপর ভিত্তি করে এবং সকল ধরনের চাপ ও অবৈধ কর্তৃপক্ষের সকল ঘোষণা সত্ত্বেও আমাদের রাষ্ট্রদূত দেশটিতে যে দায়িত্বপালনের জন্য রয়ে গেছেন তার ওপর ভিত্তি করে নেওয়া আমাদের এই নীতি সঠিক।”

ম্যাকরন বলেন, “যারা অভ্যুত্থান ঘটিয়েছে আমরা তাদের স্বীকৃতি দেব না। আমরা এমন একজন প্রেসিডেন্টকে সমর্থন করি যিনি পদত্যাগ করেননি এবং তার পাশে আমরা আছি।”

নাইজারে গত ২৬ জুলাই মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। এরপর তাকে বন্দি করা হয় এবং অভ্যুত্থানকারীরা ক্ষমতা গ্রহণ করে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৯ আগস্ট ২০২৩

Back to top button