মধ্যপ্রাচ্য

বাগদাদে ৭ বছর আগের ভয়াবহ বোমা হামলার দায়ে ৩ জনের ফাঁসি

বাগদাদ, ২৯ আগস্ট – ইরাক বাগদাদে গাড়িবোমা হামলায় দোষী সাব্যস্ত তিনজনকে ফাঁসি দেয়া হয়েছে।

২০১৬ সালের ওই হামলায় ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল এবং শতাধিক আহত হয়।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর এটি ইরাকে সবচেয়ে মারাত্মক একক বোমা হামলা।

ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) বলেছে, তারা এই হামলা চালিয়েছে।

প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানির কার্যালয় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা তাদের কখন সাজা দেওয়া হয়েছে তা জানায়নি। রবিবার ও সোমবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে এতে বলা হয়েছে। খবর বিবিসির।

একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, গাজওয়ান আল-জাওবাই, যাকে হামলার পেছনে আইএসের মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন। জাওবাইকে বন্দি করে ২০২১ সালে ইরাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের পরিবারকে অবহিত করেছেন যে ‘সন্ত্রাসী বোমা হামলায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত তিনজন প্রধান অপরাধীকে’ ‘মৃত্যুদণ্ডের যথাযথ শাস্তি’ দেয়া হয়েছে। তার কার্যালয় জানিয়েছে।

৩ জুলাই ২০১৬-এ বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ইরাকের রাজধানী প্রধানত শিয়া মুসলিম এলাকা কাররাদায় একটি জনাকীর্ণ শপিং সেন্টারের পাশে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাবান পদত্যাগ করেন।

আইএস একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত বিস্তৃত ৮৮ হাজার বর্গ কিমি (৩৪ হাজার বর্গ মাইল) অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল এবং প্রায় ৮০ লাখ মানুষের ওপর নৃশংস শাসন চাপিয়েছিল।

২০১৭ সালে ইরাকে এবং দুই বছর পর সিরিয়ায় যুদ্ধক্ষেত্রে গ্রুপটির পরাজয় সত্ত্বেও অনুমান করা হয় যে উভয় দেশেই হাজার হাজার জঙ্গি সক্রিয় রয়েছে।

মার্চ মাসে জাতিসংঘ অনুমান করেছিল যে ইরাক এবং প্রতিবেশী সিরিয়া জুড়ে আইএসের এখনও পাঁচ থেকে সাত হাজার সদস্য এবং সমর্থক রয়েছে, যাদের প্রায় অর্ধেক যোদ্ধা।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২৯ আগস্ট ২০২৩

Back to top button