ঢালিউড

শাহরুখের ‘জওয়ান’ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে

ঢাকা, ২৭ আগস্ট – বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‌‌‘জওয়ান’। সারা বিশ্বের পাশাপাশি এটি বাংলাদেশে মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। ‘জওয়ান’ সারা বিশ্বে ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’-এর প্রধান ও নির্মাতা অনন্য মামুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার। কারণ বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।

সাপ্টা চুক্তির আওতায় সিনেমাটি মুক্তির জন্য বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া আরও সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

আইএ/ ২৭ আগস্ট ২০২৩

Back to top button