কুড়িগ্রাম

কুড়িগ্রামে তিস্তার পানির স্রোতে দেবে গেছে ৩০ মিটার স্পার

কুড়িগ্রাম, ২৭ আগস্ট – কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাটে তিস্তা নদীর পানির স্রোতে কনক্রিটের আরসিসি অংশের ৩০ মিটার স্পার দেবে গেছে।

রোববার (২৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিস্তা নদীর অংশের ওই স্পারটিতে এ ঘটনা ঘটে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার (২৫ আগস্ট) থেকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ওই এলাকায় তিস্তার বামতীরে নদী শাসনের জন্য নির্মিত ১৫০ মিটার মাটির বাঁধের মাথায় ৩০ মিটার করে দুই অংশে ৬০ মিটার আরসিসি স্পারের ওপর পানির প্রবল চাপ পড়ে। এ সময় পানির তীব্র চাপে প্রথমে মাথার অংশে ৩০ মিটার স্পার হেলে যায়। পরে একই দিন রাত সাড়ে ৮টার দিকে পানিতে দেবে যায়।

প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন জানান, পানির তীব্র স্রোতের আঘাতে স্পারটির মাথার অংশে ৩০ মিটার দেবে গেছে। বাকি ৩০ মিটার রক্ষায় বালু ভর্তি জিওব্যাগ ফেলানোর কাজ চলছে। আশা করছি বাঁধ ও বাকি আরসিসি স্পার রক্ষা করা সম্ভব হবে। তবে ১৯৯৫ সালে নির্মিত আরসিসি স্পারটির দৈর্ঘ্য ৬০ মিটার।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ আগস্ট ২০২৩

Back to top button