জাতীয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

ঢাকা, ২৬ আগস্ট – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ শনিবার (২৬ আগস্ট) চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সকাল পৌনে ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে (বিজি-৫৮৪) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস।

তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ এ সফরে তার সঙ্গে রয়েছেন।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ফলোআপ করানোর কথা রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ আগস্ট ২০২৩

Back to top button