বলিউড

সাইফের নায়িকা ছিলেন, বাবার পর ছেলে ইব্রাহিমের সঙ্গেও কাজল!

মুম্বাই, ২৬ আগস্ট – বলিউড পাড়ায় এক প্রকার আধিপত্য গড়তে চলেছেন সইফ আলি খান পারিবার। সর্বশেষ বোন সারা আলি খানের পথ ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের।

বাবা ও বোনের মতো তিনিও অভিনয় জগতে শামিল হচ্ছেন। তাকে সুযোগ দিয়েছেন ‘ধর্ম প্রোডাকশন্‌স’ এর কর্ণধার করণ জোহর। এই সিনেমাটি পরিচালনা করেছেন বোমান ইরানির ছেলে কায়োজ়ে ইরানি। সিনেমাটির নাম, ‘সরজমিন’।

মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্প প্রেক্ষাপটে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নির্মাতারা। ছবিটি নিয়ে এক বছর আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন ইব্রাহিম। অবশেষে বড় পর্দায় পা দিচ্ছেন সইফ পুত্র। এই সিনেমায় ইব্রাহিমের বিপরীতে নাকি থাকবেন বাবার নায়িকা কাজল! এমনই ইশারাই দিয়েছেন করণ জোহর। খবর- আনন্দবাজারের।

এদিকে সইফ আলি খান কেরিয়ারের শুরু দিকে বেশ কয়েকটি সিনেমা করেছেন কাজলের সঙ্গে। ‘ইয়ে দিললাগি’র পর ‘হমেশা’ ছবিতে দেখা যায় তাদের। কাজল-সইফ দুজনেই কেরিয়ারের শুরুতে একে অপরের বিপরীতে থাকলেও পরবর্তী আর তাদের জুটি বাঁধতে দেখা যায়নি।

আনন্দবাজারের খবরে বলা হয়, এবার সইফ-পুত্র ইব্রাহামির প্রথম সিনেমায় সঙ্গী হতে চলেছেন কাজল, এমন গুঞ্জন চারদিকে চাউর হয়েছে। তবে এই সিনেমাটি রোম্যান্টিক ঘরানার নয়, এতে থাকছে না কোনো নায়িকাও। তবে কাজল থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

অপরদিকে অভিনয়ে পা দেওয়ার আগে বেশ কিছু দিন সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন ইব্রাহিম। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে পরিচালকের সহকারী ছিলেন তিনি।

জানা গেছে, ভাইয়ের বলিউডের অভিষেকের খবর প্রথম ফাঁস করেছেন বোন সারা আলি খান। কান চলচ্চিত্র উৎসবে ইব্রাহিমের অভিষেক নিয়ে মুখ খোলেছেন তিনি।

সারা বলেন, ‘ইব্রাহিম মাত্র ওর প্রথম ছবির শুটিং শেষ করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না!’

আইএ/ ২৬ আগস্ট ২০২৩

Back to top button