সংগীত

আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

ঢাকা, ২৫ আগস্ট – দুই বাংলার নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত আবারও ঢাকায় আসছেন। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে তার ঢাকায় আসার কথা রয়েছে।

কনসার্টটি আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। তবে তার সফরের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় থাকবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।

এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়ত’ ইত্যাদি গানের জন্য বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে এবং ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গত মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন দুই বাংলার এ নন্দিত কণ্ঠশিল্পী।

আইএ/ ২৫ আগস্ট ২০২৩

Back to top button