দক্ষিণ এশিয়া

পুরোনো বাংলোয় ফিরবেন না রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ আগস্ট – সংসদ সদস্য পদ ফিরে পেলেও নিজের পুরোনো বাংলোয় ফিরছেন না ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশটির সুপ্রিম কোর্টের রায়ে সংসদ সদস্য পদ ফিরে পাওয়ার পরই রাহুলকে তার ১৮ বছরের পুরোনো দিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় ফেরার প্রস্তাব দিয়েছিল সংসদের হাউসিং কমিটি। কিন্তু রাহুল জানিয়েছেন, নিজের পুরোনো বাংলোয় আর ফিরতে চান না।

এদিকে সম্প্রতি দিল্লির সফদরজং রোডে অবস্থিত মহারাজা রনজিৎ সিংয়ের উত্তরাধিকারীদের ছেড়ে আসা বাংলোটিতে বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ঘুরে গেছেন রাহুল। ধারণা করা হচ্ছে, এই বাংলোতেই উঠতে পারেন তিনি।

মোদি পদবি মামলায় প্রায় সাড়ে চার মাস আগে সংসদ সদস্য পদ হারান রাহুল। পদ হারানোর মাসখানেকের মধ্যেই ওই বাড়ি ছাড়তে হয় তাকে। সে সময় হাসিমুখেই বাংলো ছাড়েন রাহুল। বলেন, ‘গোটা ভারত আমার ঘর।’

২০০৪ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই ১২ নম্বর তুঘলক রোডের ওই বাংলোতে থাকতেন তিনি। প্রায় ১৮ বছর ওই বাড়িটিতে কাটিয়েছেন সাবেক কংগ্রেস সভাপতি। তারপর দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের রায়ে নিজের সংসদ সদস্য পদ ফিরে পেয়েছেন তিনি। কিন্তু রাহুলের সরকারি বাংলোয় প্রত্যাবর্তন নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। ছেড়ে আসা সেই ঘর ফিরে পেলেও আর ফিরতে চান না তিনি।

কংগ্রেসের একটি মহলের বক্তব্য, ভারত জোড়ো যাত্রার পর দেশজুড়ে নতুন ইমেজ তৈরি হয়েছে রাহুলের। নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠা করতেই হয়তো এই পদক্ষেপ।

বর্তমানে লাদাখে রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই তাকে ‘অফরোড’ কেটিএম বাইকে চড়তে দেখা যায়। সেই বাইকে করে তিনি প্যাংগং সো লেকে যান। সেই বাইক যাত্রার ছবি রাহুল গান্ধী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেন। আগামী সপ্তাহে তার কার্গিল যাওয়ার কথা। অন্যদিকে রাহুলের পোস্ট করা ছবি ভাইরাল হয়ে গেলে রাহুল গান্ধীকে এই বাইক যাত্রার জন্য ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। বিজেপি নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হিমালয়ের সড়কগুলোর কত উন্নতি হয়েছে, তা প্রমাণ করার জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ।

সূত্র: সমকাল
আইএ/ ২৫ আগস্ট ২০২৩

Back to top button