জাতীয়

বিকেলে শান্তি সমাবেশ করবে আ.লীগ

ঢাকা, ২৫ আগস্ট – বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশ কর্মসূচির আয়োজন করেছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এই সমাবেশ করবেন।

এদিকে আজ ঢাকায় ‘কালো পতাকা’ গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৫ আগস্ট ২০২৩

Back to top button