নাটক

কাকে বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

ঢাকা, ২৫ আগস্ট – বিয়ের পিঁড়িতে বসছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই খ্যাত অভিনেতা চাষী আলম।

শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে সম্পন্ন হবে এই অভিনেতার। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, পারিবারিকভাবেই বিয়ে করছেন চাষী আলম। পাত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন।

এ বিষয়ে চাষী আলম বলেন, কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই মেয়ে পছন্দ হয়েছে। শুক্রবার গুলশানে একটি রেস্তোরায় বিয়ের অনুষ্ঠান হবে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে আছে। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করেই হানিমুনে যাব।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ বেশ সাড়া ফেলেছে।

আইএ/ ২৫ আগস্ট ২০২৩

Back to top button