ক্রিকেট

আমি আর খেলব না, খেলবে কে জানাচ্ছি: মাঝরাতে সাকিবের রহস্যময় পোস্ট

ঢাকা, ২৫ আগস্ট – ‌‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি…।’ রাত বিরেতে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাস, অনেকের মনেই কৌতুহলের উদ্রেক করেছে।

বাংলাদেশের ক্রিকেটে ফেসবুক পোস্ট দিয়ে অবসর নেওয়ার নজির আছে। সাকিবও কি হুটহাট এমন সিদ্ধান্ত নিলেন? সরল মনে এমন ভাবনার উদয় হতেই পারে।

তবে সাকিবকে যারা নিয়মিত ফলো করেন, তারা ভালোই বুঝতে পারছেন এটা সম্ভবত কোনো বিজ্ঞাপনের প্রচার। কারণ সাকিব সাধারণত তার পেজে ব্যক্তিগত স্ট্যাটাস দেন না। স্ক্রল করলে তার পেজে দেখা যায় প্রায় সবই বিজ্ঞাপন।

তাই সাকিব বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যে স্ট্যাটাসটি দিয়েছেন, সেটি বিজ্ঞাপনী প্রচার হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে সাকিব এমন স্ট্যাটাস কেন দিয়েছেন, সেটি যেহেতু পরিষ্কার করেননি, তাই আলোচনা হবে সেটাই স্বাভাবিক। সাকিবের মতো বড় তারকাকে দিয়ে হয়তো এই আলোচনাটাই সামনে আনতে চাইছে কোনো প্রতিষ্ঠান।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ আগস্ট ২০২৩

Back to top button