দক্ষিণ এশিয়া

নেপালে ভয়াবহ দুর্ঘটনায় ৬ ভারতীয় নিহত

কাঠমান্ডু, ২৪ আগস্ট – নেপালে বাস দুর্ঘটনায় ছয়জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে নেপালের বারা জেলায় এই দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজারের প্রতিবেদনের তথ্যমতে, ভারতের রাজস্থান থেকে ২৫ জনের একটি দল নেপালে গিয়েছিলেন। কাঠমান্ডু থেকে তাদের জনকপুর যাওয়ার কথা ছিল। কিন্তু পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে যায় এবং ৫০ মিটার নিচে নদীতে পড়ে যায়।

নিহত এবং আহতরা সবাই ভারতের রাজস্থানের বাসিন্দা। তীর্থ করতে দলবেঁধে তারা নেপালে গিয়েছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে বাসটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ আগস্ট ২০২৩

Back to top button