রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঢাকা, ২৪ আগস্ট – রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ ঢাকায় করতে না দেয়া, সারাদেশে গায়েবানা জানাজার নামাজে হামলা-গ্রেপ্তার এবং কক্সবাজারের চকরিয়ায় জামায়াতকর্মী ফোরকান উদ্দিনকে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দলটি।
বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার থেকে শুরু হয়ে পান্থপথ হয়ে গ্রিনরোডে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াতের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মাওলানা আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান প্রমুখ।
এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইসলামের প্রচার প্রসার, দেশের সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং মজলুম মানুষের মুক্তির লক্ষ্যে তিনি আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন। দুনিয়ার লালসা, বাতিলের রক্তচক্ষু, সরকারের জেল জুলুম নির্যাতন এমনকি ফাঁসির মঞ্চ তাকে অভিষ্ঠ লক্ষ্য থেকে চুল পরিমাণ সরাতে পারেনি।
তিনি বলেন, আওয়ামী লুটেরা গোষ্ঠী জনগণকে জিম্মি করে ফায়দা লুটে নিচ্ছে। ভোটডাকাতি, দখলদারী, গুম, খুন, দুঃশাসন এবং বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশ আজ গভীর সংকটে পড়েছে। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ আগস্ট ২০২৩