ইউরোপ

এবার জর্জিয়ার দুই অঞ্চল দখলের হুমকি রাশিয়ার

মস্কো, ২৪ আগস্ট – ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ইউরোপের আরেক দেশ জর্জিয়ার দুটি অঞ্চল রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার হুমকি দিয়েছে মস্কো।

ক্রেমলিনের শক্তিশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার এই হুমকি দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য জর্জিয়ার উদ্যোগের জেরে রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

মস্কোভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘আগুমেন্তি আই ফ্যাক্তি’ বুধবার মেদভেদেভের লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়ার পাশাপাশি জর্জিয়াকে ন্যাটোভুক্ত করতে আলোচনার চেষ্টার মধ্য দিয়ে এই অঞ্চলকে পশ্চিমারা অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেন। এ ছাড়া অভিযোগ করে তিনি বলেন, আমাদের প্রতিপক্ষরা প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে। মস্কোর ঘাড়ের ওপর দাঁড়িয়ে কিয়েভ সরকারের হাত ধরে ইউক্রেনে লড়ছে তারা, যা পূর্ণমাত্রায় ও ভয়াবহ।

এদিকে বুধবারও মস্কোর বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন ভবনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুটি গুলি করে ভূপাতিতের দাবি করেছে প্রতিরক্ষা বাহিনী। মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলের মোজাইস্ক ও খিমকি জেলায় দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। হামলার দায় স্বীকার করেনি জড়িতরা। তবে এটিকে কিয়েভ সরকারের আরও একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে রুশ কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাশিয়ার বিমানবাহিনীর প্রধানের পদ থেকে জেনারেল সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করা হয়েছে। ইউক্রেনে চলমান রুশ যুদ্ধে একসময় কমান্ডার ছিলেন সুরোভিকিন।

সূত্র: সমকাল
আইএ/ ২৪ আগস্ট ২০২৩

Back to top button